August 2, 2025

মেঘালয়ে রাহুলের ভারত ন্যায় যাত্রা!!

 মেঘালয়ে রাহুলের ভারত ন্যায় যাত্রা!!

অনলাইন প্রতিনিধি :-রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মেঘালয়ে প্রবেশ করল। আসামের মরিগাঁও জেলা দিয়ে মেঘালয়ে এ দিন প্রবেশ করল যাত্রা।পরে নংপাতে এক পদযাত্রায় অংশ নেন রাহুল গান্ধী।বারনিহাটে এ দিন রাত কাটাবেন রাহুল গান্ধী।রাতে নংপোতে এক পদযাত্রা করেন রাহুল গান্ধী। এছাড়াও একটি জনসভাতেও ভাষণ দেন রাহুল গান্ধী।ফের আসামে রাহুল গান্ধীর যাত্রা প্রবেশ করবে আগামীকাল মঙ্গলবার।

এর আগে আগামীকাল,মঙ্গলবার সকালে মেঘালয়-আসাম সীমান্তে স্থানীয় যুবক যুবতীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।পরে আসামে ফের প্রবেশ করবে রাহুল গান্ধীর যাত্রা।এদিকে,সম্প্রতি কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন যে, কংগ্রেসের ভারত ন্যায় যাত্রায় বাধা দিচ্ছে রাজ্য সরকার।এদিকে, কংগ্রেস এ দিন অভিযোগ করেছে, আসাম পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল গান্ধীর নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছে।গত ১৮ জানুয়ারী জোরহাট শহরে যাত্রা চলাকালীন রুট নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল।ন্যায় যাত্রায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল।কংগ্রেস বলেছে, যদি ব্যারিকেড কেউ ভাঙত তাহলে তো কোনও না কোনও নেতৃত্বই ভাঙত।তাহলে নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে এফআইআর কেন?অন্যদিকে, ভারত ন্যায় যাত্রায় কংগ্রেস র‍্যালির উপর হামলার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড অপজিশন ফোরাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পদত্যাগ দাবি করেছে।রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।এক সাংবাদিক সম্মেলনে এজিপি এবং রাইজর দলের তরফে লুরিনজ্যোতি গগৈ এবং অখিল গগৈ এই দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *