August 2, 2025

মেঘালয়ে ভোট প্রস্তুতি জোড় কদমে!

 মেঘালয়ে ভোট প্রস্তুতি জোড় কদমে!

চলতি মাসে বিধানসভা নির্বাচন মেঘালয়ে।এবারের প্রার্থী তালিকা অন্য বারের থেকে একেবারেই আলাদা। ৫০ শতাংশেরও বেশি প্রার্থী কোটিপতি।এমনকি তৃণমূলের দশ শতাংশ প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা। যদিও তারা সেগুলির স্বীকার করে নিয়েছে। টাকার দিক থেকে এগিয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরা।৬০টি বিধানসভায় প্রার্থী দিয়েছে এই দল। আর তাদের মধ্যে ৪৩ জন কোটিপতি। অন্যদিকে, জাতীয় কংগ্রেসের প্রার্থীদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা। এনপিপির ৫৭ প্রার্থীর মধ্যে ৬ জন,বিজেপির একজন এবং তৃণমূলের ৫৬ জনের মতো তিনজনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। জানা গেছে, সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ইউডিপির এক প্রার্থীর। প্রায় ১৪৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভিন্সেন্ট পালা। সম্পত্তির পরিমাণ ১২৫ কোটি টাকা। তবে সম্পত্তির দিক থেকে এগিয়ে থাকলেও উচ্চশিক্ষার পুরে ক্ষেত্রে অবশ্য এগিয়ে নেই কেউই। সমস্ত দল মিলিয়ে এবার নির্বাচনে লড়বেন ৩৬ জন মহিলা। চলতি মাসের ২৭ তারিখ হবে ভাগ্য নির্ধারণ। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। তবে কিভাবে দলের কর্মীদের এতো টাকা এলো সে নিয়ে চর্চা চলছে সব মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *