মুরিদকেতে পুলিশের গুলিতে নিহত অন্তত ১৩, আহত ১৫০!!

অনলাইন প্রতিনিধি :- ইসলামাবাদের পর এবার মুরিদকে। সরকারবিরোধী আন্দোলন থামাতে নির্মম দমননীতি নিচ্ছে শাহবাজ শরিফের প্রশাসন। গত শনিবার পুলিশের গুলিতে ১১জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল ইসলামাবাদে। সোমবার সকালে মুরিদকেতে অন্তত ১৩জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে, দেড়শোর বেশি বিক্ষোভকারী গুরুতর আহত। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দমনে শুরু থেকেই কঠোর নীতি নিয়েছে পাক প্রশাসন। গত দু’দিনে ১৩ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ইসলামাবাদে। আহত হয়েছেন রাওয়ালপিণ্ডির বহু বিক্ষোভকারী।