ছ’মাস পর ভারতকে আবার বিরল খনিজ রফতানি শুরু করল চিন, নতুন চুক্তিতে কড়া শর্ত আরোপ বেজিংয়ের!!
মুম্বইয়ের রোহিত আর্য: সমাজসেবক থেকে অপহরণকারী—এক অজানা রূপের গল্প!!
 
             
      
অনলাইন প্রতিনিধি :-মুম্বইয়ের পওয়াইয়ে ঘটে যাওয়া বৃহস্পতিবারের সেই ভয়াবহ ঘটনাটি এখনও দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। সামাজিক সচেতনতা নিয়ে কাজ করা রোহিত আর্য—এখন সকলের কাছে এক রহস্যময় নাম। যিনি এক সময় শিশুদের উন্নয়ন, শিক্ষায় উৎসাহ, এবং সচেতনতা বাড়াতে কাজ করতেন, তিনিই হঠাৎ ১৭টি শিশুকে পণবন্দি করে এমন কাণ্ড ঘটালেন কেন—তা নিয়ে চলছে তুমুল জল্পনা।
রোহিত আর্য, যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, পুণের কোথরুড়ের শিবতীর্থ এলাকায় থাকতেন পরিবার-সহ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মা। প্রতিবেশীদের মতে, ঘটনার এক সপ্তাহ আগেই হঠাৎ করে তিনি ফ্ল্যাট ছেড়ে চলে যান। কয়েক দিন তাঁকে এলাকায় দেখা যায়নি। পরে জানা যায়, স্ত্রী কাজের সুবাদে পানভেল থেকে মুম্বইয়ের চেম্বুরে চলে এসেছেন, এবং রোহিতও সেখানে আত্মীয়ের একটি ফ্ল্যাটে উঠেছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, রোহিত মুম্বইয়ের ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস থেকে স্নাতকোত্তর করার পর নিজের সংস্থা গড়ে তোলেন। তাঁর সংস্থা মূলত সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল—বিশেষ করে শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিয়ে নানা প্রচারমূলক ভিডিও বানাতেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন বলে বহুবার জানিয়েছেন রোহিত। এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপক কেসরকরও জানান, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ‘স্বচ্ছতা মনিটর’ নামে একটি সচেতনতামূলক প্রকল্পের দায়িত্ব দিয়েছিলেন রোহিতকে, এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেছিলেন।
তবে রোহিত অভিযোগ তুলেছিলেন—সরকার তাঁর সংস্থার কাজের টাকা পরিশোধ করছে না, বকেয়া আটকে রেখেছে শিক্ষা দফতর। যদিও রাজ্য সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে।বৃহস্পতিবারের ঘটনায়, রোহিত পওয়াইয়ের একটি স্টুডিয়োয় শিশুদের জন্য ওয়েব সিরিজের অডিশনের আয়োজন করেছিলেন। প্রায় একশো শিশু এসেছিল অডিশনে। পুলিশ জানিয়েছে, তিনি অধিকাংশ শিশুকে বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু ১৭ জনকে ভিতরে আটকে রাখেন। পরে একটি ভিডিও বার্তায় তিনি জানান—এই শিশুদের তিনি পণবন্দি করেছেন। ঠিক কেন এমন সিদ্ধান্ত নিলেন, কী বার্তা দিতে চেয়েছিলেন—তা আজও স্পষ্ট নয়।যে মানুষ একসময় শিশুদের কল্যাণে কাজ করতেন, সেই রোহিত আর্য কীভাবে এক ভয়ঙ্কর পরিণতির পথে গেলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তাঁর সংস্থা, আর্থিক লেনদেন, এবং মানসিক অবস্থার ওপর তদন্ত চলছে।
 
								 
								 
						 
         
						