অনলাইন প্রতিনিধি :- রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার পরীক্ষা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। রোমান স্ক্রিপ্ট ঘিরে মুখ্যমন্ত্রী-মথা সুপ্রিমোর পরস্পরবিরোধী বক্তব্যে দিশাহারা দশম ও দ্বাদশের হাজার হাজার পরীক্ষার্থী। যদিও ফেব্রুয়ারী মাসেই ছাত্রছাত্রীদের বোর্ডের পরীক্ষা। বিস্ময়ের ঘটনা আগামী এক মাস বাদেই বোর্ড পরীক্ষা হলেও শাসক দলের দুই শরিক বিজেপি-তিপ্রা মথার মধ্যেই রোমান হরফে ককবরক পরীক্ষা ঘিরে রাজনৈতিক কাজিয়া থামার লক্ষণ নেই। ফলে হাজার হাজার জনজাতি ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্বিগ্ন অভিভাবকরা।বিজেপি-তিপ্রা মথা নেতৃত্ব রোমান স্ক্রিপ্ট ঘিরে সমস্যা নিরসনে বৈঠকে বসছেন না। ছাত্র স্বার্থে কোন সিদ্ধান্তও হচ্ছে না। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। এদিন খোয়াইয়ের বাইজলবাড়িতে মুখ্যমন্ত্রী বলেছেন রোমান স্ক্রিপ্টে ককবরক পরীক্ষা নিয়ে রাজনীতির প্রয়োজন নেই। দেবনাগরীতে পরীক্ষা কীভাবে ছাত্ররা দিতে পারেন। এ বিষয়ে ভাবার পরামর্শ দেন। শুধু তাই নয়, বাইজলবাড়িতে জনজাতি মহিলা সমাবেশে নাম না করে তিপ্রা মথা সুপ্রিমোকেও নজিরবিহীন নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের এক ঘন্টার মধ্যেই ব্যক্তিগত সামাজিক মাধ্যমে এসে মুখ্যমন্ত্রীকে পাল্টা দিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন, রাজ্যের প্রায় পনেরো লক্ষ জনজাতি অংশের মানুষের বিরুদ্ধে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। জনজাতি ছাত্রছাত্রীরা কোন্ ভাষায় পরীক্ষা দেবে। তা নির্বাচনের অধিকার মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী কোনও ভাষা জনজাতিদের উপর চাপিয়ে দিতে পারেন না। প্রদ্যোত কিশোর দেববর্মণের অভিযোগ, মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান না করে প্রকাশ্য সমাবেশে আমাদের গালি-হুমকি-দিচ্ছেন। প্রদ্যোত কিশোর দেববর্মণ হুঁশিয়ারি দিয়ে বলেন, রোমান স্ক্রিপ্ট যদি বিদেশি ভাষা হয় তাহলে রোমান স্ক্রিপ্ট নিয়ে আমাদের আন্দোলন বিদেশি সংস্থার ইন্ধনে হয়। মুখ্যমন্ত্রীকে ওই বিদেশি সংস্থার নাম প্রকাশ্যে আনা উচিত। এই পথে না গিয়ে আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখার অধিকার নন কাউকে প্রদান করা হবে না। তিনি বলেন, রাজ্যে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে রোমান স্ক্রিপ্টে ইংরেজি ভাষায় পড়াশোনা হবে। রাজ্যে জার্মানি ভাষায় পড়াশোনাও চালু হচ্ছে। মথা সুপ্রিমো প্রশ্ন তোলেন জার্মান বিষয়ে পড়াশোনা দেবনাগরী - বাংলা - সংস্কৃত কোন্ স্ক্রিপ্টে হবে? প্রদ্যোত কিশোর দেববর্মণের দাবি ককবরক ভাষার পরীক্ষা রোমান স্ক্রিপ্ট - ইংরেজি ভাষাতে চালু নিয়ে এত আপত্তি কেন রাজ্য সরকারের? জনজাতি ছাত্রদের কি ইংরেজিতে পড়াশোনা - বোর্ডের পরীক্ষায় বসার সংবিধানিক অধিকার নেই?তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্য আসামে কার্বি -ডিমাহাসাউতে জনজাতি ছাত্ররা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিচ্ছেন। ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য হয়ে কেন জনজাতিদের কাছ থেকে ভাষার অধিকার কেড়ে নিতে চাইছে। সংবিধানের অষ্টম তপশিলির প্রয়োজন নেই - ইচ্ছে থাকলে সপ্তম তপশিলি মোতাবেক ত্রিপুরায় রোমান স্ক্রিপ্টে ককবরক পরীক্ষার অধিকার দিতে পারে রাজ্য সরকার। প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, রাজধানী থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বাংলাদেশে হিন্দু, চাকমা, মগ, রিয়াং, বুদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই বন্ধুদের প্রাণে মারা হচ্ছে। বাংলাদেশে হত্যালিলার বিরুদ্ধে আপনার একটাও প্রতিবাদ নেই। আমাদের উচিত বাংলাদেশের মৌলবাদী ভারত বিরোধী সরকারের বিরুদ্ধে এক সাথে রাজপথে নেমে প্রতিবাদ করা। যা রাজ্যে হচ্ছে না। উল্টো রাজ্যে শরিক দলের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টায় ব্যস্ত খোদ মুখ্যমন্ত্রী। যা বেদনাদায়ক। নয়া দিল্লীর কাছেও স্পষ্ট হয়ে গিয়েছে জোট ধর্ম কারা মানছে না। প্রদ্যোত কিশোর দেববর্মণের দাবি আমরা শান্তি - সম্প্রীতি ঐক্য সংহতি -আর্থ সামাজিক উন্নয়নে বিশ্বাসী। যদি এভাবেই আমাদের অধিকারে হস্তক্ষেপ হয়। আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ না হয়। আমাদেরও প্রকাশ্যে বিদ্রোহ করতে হবে। এতে ক্ষতি কার হবে আপনারা ভালো ভাবেই জানেন।