অনলাইন প্রতিনিধি :-স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২১ জনের। আহত শতাধিক। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা। দ্রুত গতির ট্রেনটি লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে যায়। উল্টোদিক থেকে আসা অপর ট্রেনে জোরে ধাক্কা মারে। রবিবার সন্ধেবেলায়, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি ট্রেন। সেইসময়ই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের।