August 5, 2025

মুক্তি পেলো ‘গান গরিমা’ নিবেদিত মানবিক মূল্যবোধের গান ‘বন্ধু রে’……!!

 মুক্তি পেলো ‘গান গরিমা’ নিবেদিত মানবিক মূল্যবোধের গান ‘বন্ধু রে’……!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার বিকাল চারটায়
একবারে অনাড়ম্বরভাবে শুভমুক্তি লাভ করলো ‘গান গরিমা’ নিবেদিত ‘বন্ধু রে’ মিউজিক ভিডিওটি। একেবারে ঘরোয়া পরিবেশে ল্যাপটপের মাউস টিপে ভিজুয়্যাল মিউজিক অ্যালবামটির মুক্তি দিলেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস শুভাশিস তলাপাত্র।তিনি অ্যালবামের ইলেটিরও আবরণ উন্মোচন করেন। এখানে উল্লেখ্য যে, গান গরিমা প্রায় দু’বছর সময়ের মধ্যে মানবিক মূল্যবোধের এই গানটি উপহার দিলো। গানটির কথা ও সুর দিয়েছেন হরিদাস সাহা,কণ্ঠ দিয়েছেন উদয়পুরের জনপ্রিয় শিল্পী সুকান্ত ঘোষ ও সংকর্ষণ ঘোষ এবং আগরতলার তনুময় বিশ্বাস।মিউজিক ভিডিওতে লিপসিংক ও অভিনয় করেছেন বুদ্ধদেব সাহা, কল্যাণ শংকর শর্মা, সৌম্যজিৎ নন্দী ও শুভ্রজিৎ নন্দী।সঙ্গীতায়োজনে ছিলেন কলকাতার সুব্রত বসু ওরফে সুবাইদা।ভয়েজ রেকর্ডিং স্টুডিও স্পিরিট উইং। চিত্রগ্রহণ ও সম্পাদনায় বুমবক্স অ্যানিমেশন। পরিচালনায় ছিলেন গীতিকার,সুরকার স্বয়ং। গানটি Gaan Garima youtube চ্যানেলে সার্চ করলে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *