August 2, 2025

মিডল অর্ডারের ফল নিয়ে খুশি নন পন্থ

 মিডল অর্ডারের ফল নিয়ে খুশি নন পন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশেষে টি টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল ভারতীয় ক্রিকেট দল । আর সেখানে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন ঋষভ পন্থ । প্রথম দুটি ম্যাচে টেম্বা বাভুমাদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর অবশেষে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ভারতীয় দল । ফলে হারের হ্যাট্রিক থেকে রক্ষা পেল ভারতীয় দল । ভারতীয় দলের হয়ে যুজবেন্দ্র চাহল চারটি উইকেট নিয়েছিলেন । ‘ ফলে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন । তবে শুধু চাহলই নয় তার সঙ্গে প্রোটিয়া দলের বিরুদ্ধে ভারতীয় দলের আর এক স্পিনার অক্ষর প্যাটেলও কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন । তিনি একটি উইকেট নিয়েছিলেন । সেই কারণেই ভারতের জয়ের জন্য দলের স্পিনারদেরই কৃতিত্ব দিলেন পন্থ ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয়টি টোয়েন্টি ম্যাচ প্রথম ব্যাট করে। ৫ উইকেটের বিনিময় ১৭৯ রান করে ভারত । জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা । সেই ম্যাচেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন দলের স্পিনাররা । সেখানে ৪ ওভার বল লাগে করে একটি উইকেট সহ মাত্র ২৮ রান দেন অক্ষর প্যাটেল । অন্যদিকে ও 4 ওভার বোলিং করে ২০ রানের বিনিময় ৩ উইকেট নেন যুজবেন্দ্র চাইল । এই ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের এই তরুণ অধিনায়ক বলেছেন , ‘ ভারতীয় দলে মুলত স্পিনাররা ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন । ইনিংসের মাঝের ওভারগুলিতে তারা প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করেছিলেন । তাই এই রকম চাপের মুখে নিজেদের সেরাটা দিতে পারেনি বাভুমারা ।

আমরা সেটাকেই ম্যাচে কাজে লাগিয়েছিলাম । অবশেষে দলকে জেতাতে পেরে ভাল লাগছে । ‘ তবে সেই সঙ্গেই পন্থ যে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন সেটাও কিন্তু পন্থ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন । মিডল অর্ডারে ব্যাট করতে নামা পন্থ , দীনেশ কার্তিক এবং অক্ষর প্যাটেল কেউই ৬ – এর বেশি রান করতে পারেননি । পন্থ সাংবাদিকদের এদিন বলেন , ‘ শুরুতে যেমন রান উঠছিল তাতে আমরা আশা করেছিলাম , বড় রানে পৌঁছে যেতে পারি আমরা । তবে প্রত্যাশা অনুযায়ী ১৫ রান কম হয়েছে । মিডল অর্ডারের ব্যাটাররা রান পাননি এটা মোটেও ভাল বিষয় নয় । তবে ব্যাটিং – এর শুরুটা ভাল হয়েছিল । ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *