August 2, 2025

মিজোরাম-ত্রিপুরা সীমান্তে আটক বিপুল আগ্নেয়াস্ত্র।

 মিজোরাম-ত্রিপুরা সীমান্তে আটক বিপুল আগ্নেয়াস্ত্র।

দৈনিক সংবাদ অনলাইনঃ   মিজোরাম-ত্রিপুরা সীমান্ত কলসি থানা এলাকায় রবিবার রাতে আগ্নেয়াস্ত্র বোঝাই দুইটি মিনি ট্রাক আটক করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইজল শহর থেকে সতেরো কিলোমিটার পশ্চিমাঞ্চলে মিজোরাম-ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে পঁচিশ কিলোমটার দূরবর্তী এলাকায় আসাম রাইফেলস এই অপারেশন চালায়। বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র পাচারের সেভ জোন হল মিজোরাম-ত্রিপুরা সীমান্ত এলাকা। দামছড়া, খেদাছড়া সীমান্ত এলাকাও নিরাপদ নয় বলে জানা গেছে। মিজোরাম পুলিশের এক আধিকারিক জানান, রবিবার রাতে আসাম রাইফেলস কলসি এলাকায় দুটি মিনি ট্রাক গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আটক করে। আগ্নেয়াস্ত্রগুলি মায়ানমার থেকে মিজোরাম কলসির দিকে যাচ্ছিল। আটক আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে তিনটি শটগান, ছয়টি থ্রি ভি এক্স রাইফেল, চব্বিশ হাজার জিলেটিন স্টিক, তেরো হাজার স্টিক, নিউজেল ৯০ টি হাজার মিটার সেফটি ফিউজ সহ আরও মারাত্মক বেশ কিছু সরঞ্জাম। এই আগ্নেয়াত্র পাচারের সাথে যুক্ত গাড়ি চালক লাল্বিয়াক থাঙ্গা (৪২) এবং থাংকিমা (৪০) সহ চার জনকে আসাম রাইফেলস আটক করেছে। ধৃতদের আজ মিজোরাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, উত্তর জেলার দামছড়ার দশরথ সেতুটি বর্তমানে আন্তর্জাতিক মাদক এবং আগ্নেয়াস্ত্র পাচারের করিডর হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই ব্যাপারে একাধিক অভিযোগের পরও ত্রিপুরা-মিজোরাম সীমান্তে দশরথ সেতুটি সর্বদা উন্মুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *