August 2, 2025

মিজোরামে শেষ হলো সরব প্রচার!

 মিজোরামে শেষ হলো সরব প্রচার!

অনলাইন প্রতিনিধি :-আগামী ৭ নভেম্বর মিজোরাম মিজোরামে ভোট গ্রহণ। বিধানসভা নির্বাচনের সরব প্রচারের শেষ দিন রবিবার মিজোরাম ছিল শুনশান। কোন রাজনৈতিক দলের অফিসে নেতা কর্মীরা নেই। রবিবার থাকায় সবাই চার্চে । গোটা মিজোরাম জুড়ে নিরাপত্তা বাহিনীর কোন তৎপরতা নেই। দেশের আর কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের দুই দিন আগে এই ধরনের নিস্তব্ধ পরিবেশ আছে কি না সন্দেহ। ত্রিপুরা থেকে আসা বিজেপি’র কয়েকজন উপজাতি নেতা ছাড়া আর কাউকে আজ পাওয়া যায় নি। বিজেপির জনমোর্চার নেতা তথা এমডিসি ভূমিকা নন্দ রিয়াং বিধায়ক প্রমোদ রিয়াং সহ বিজেপির একটি প্রচারক টিম রয়েছে হাচেক বিধানসভা কেন্দ্রে। এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং জানালেন তারা পাঁচটি আসন আশা করছে মিজোরামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *