August 2, 2025

মা আসছেন মর্ত্যে!!

 মা আসছেন মর্ত্যে!!

অনলাইন প্রতিনিধি :-জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী।দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, স্বাহা স্বধা নমোস্তু তে ||সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাথ সাধিকে।শরণ্যে ত্র্যম্বকে গৌরি, নারায়ণি নমোস্তুতে।।যিনি দুর্গতি বা সংকট থেকে আমদের রক্ষা করেন এবং যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনিই মা দুর্গা।

তিনিই চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পূজিত হন।মা দুর্গা আসছেন মর্ত্যলোকে। অপেক্ষা আর কিছুদিনের।যেন হাজারো মন খারাপের মধ্যে একটা মন ভাল করে দেওয়ার খবর । আরও একটা জাঁকজমক দুর্গাপুজোর অপেক্ষায় বাঙালি । তাই বাঙালির সবচেয়ে বড় পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আরো প্রায় মাসখানেক আগে থেকেই । ইতিমধ্যে কুমোরটুলির বিভিন্ন শিল্পীরা রাজ্যে চলে এসেছেন। বড় বাজেটের পুজো উদ্যোক্তারা বেশিরভাগই কুমারটুলির শিল্পী দিয়ে তাদের প্রতিমা তৈরি করেন। পাশাপাশি রাজ্যের মূর্তি শিল্পিরাও রয়েছে। কোথাও যেন দম ফেলবার সুযোগ নেই। হাতে আর মাত্র কয়েকটা দিন। তাই মূর্তি পাড়ায় দ্রুত গতিতে কাজ চলছে। ইতিমধ্যে প্রতিমা রঙের কাজেও শুরু করে দিয়েছেন শিল্পীরা। কথা হচ্ছিল রাজ্যের স্বনামধন্য প্রতিমা শিল্পী উত্তম চক্রবর্তীর সঙ্গে। উনি জানান, এ বছর এমন ভাবে সাজের প্রতিমা তৈরি করা হচ্ছে, যা দর্শকদের নজর কাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *