মালগাড়ি লাইনচ্যুত, আগুন!!

অনলাইন প্রতিনিধি :- চেন্নাই বিচ স্টেশন থেকে রবিবার সকাল নাগাদ একটি মালগাড়িটি রওনা দেয় ৷ আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। জানা যায়, ওই মালগাড়িটিতে জ্বালানি ভর্তি ছিল ৷ তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাছে পৌঁছতেই পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় ৷ তারপরই আগুন ধরে যায় মালগাড়িটিতে ৷ দাহ্য পদার্থ বোঝাই থাকাতেই একের পর এক বিস্ফোরণ হতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন ৷