মার্কিন শুল্কের সমালোচনার মাঝে ভারত–রাশিয়ার বাণিজ্য সম্পর্ক জোরদারের পথে!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছর শেষ হওয়ার আগেই নয়াদিল্লিতে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূল লক্ষ্য—দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন পথ খুঁজে বের করা।
কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, আলোচনায় বিকল্প পেমেন্ট সিস্টেম, স্থানীয় মুদ্রায় লেনদেন এবং জ্বালানি খাতে নতুন সমঝোতা চুক্তি নিয়ে বিশেষ জোর দেওয়া হবে। এর মধ্যেই মস্কো তীব্র সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারত যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করছে, তার উপর আমেরিকার শুল্ককে রাশিয়া “অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছে।
বিশেষজ্ঞদের মতে, আসন্ন বৈঠক ভারত–রাশিয়া বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে স্বতন্ত্র আর্থিক ব্যবস্থার দিকে এগোতে চাইছে দুই দেশ।