August 11, 2025

মার্কিন মাটিতে বসেই পারমাণবিক ও জলযুদ্ধের হুমকি পাক সেনাপ্রধানের!!

 মার্কিন মাটিতে বসেই পারমাণবিক ও জলযুদ্ধের হুমকি পাক সেনাপ্রধানের!!

অনলাইন প্রতিনিধি:-মার্কিন সফরে গিয়ে সরাসরি পারমাণবিক হামলা ও জলযুদ্ধের হুমকি দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তামপা, ফ্লোরিডার এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন— “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি দেখি আমরা ডুবে যাচ্ছি, তবে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ডুবব।” আন্তর্জাতিক মহলে যা প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে।
এখানেই থেমে থাকেননি মুনির। বহু দশকের পুরনো সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের উদ্দেশে বলেন— “ভারত যদি সিন্ধু নদে বাঁধ তৈরি করে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্রে তা উড়িয়ে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আল-হামদুলিল্লাহ, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও ঘাটতি নেই।”
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহলগামে জঙ্গি হামলার পর ভারত আনুষ্ঠানিকভাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করে। দিল্লির দাবি, পাকিস্তান একদিকে সীমান্তপারের সন্ত্রাসে মদত দিচ্ছে, অন্যদিকে চুক্তির সুবিধা নিচ্ছে— যা গ্রহণযোগ্য নয়। সেই থেকে ইসলামাবাদ একাধিকবার জলকে ‘লাল দাগ’ বা জাতীয় নিরাপত্তার সীমারেখা বলে ঘোষণা করেছে।
কূটনৈতিক মহলের মতে, মার্কিন মাটিতে দাঁড়িয়ে এই ধরনের ভাষণ পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন জটিলতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলসঙ্কটের সঙ্গে পারমাণবিক হুমকি মিশে গেলে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *