ঘর ভাঙছে বিজেপির,পাহাড়ে একটিই রাজনৈতিক দল থাকবে ‘তিপ্রা মথা’: প্রদ্যোত!!
মান্দাইয়ে ‘মন কি বাত’ শ্রবণ শান্তি থাকলে রাজ্যের উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে: মুখ্যমন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর কোনো জায়গায় কোনো রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় কার্যক্রম করতে দেখা যায়নি।প্রধানমন্ত্রী সংবিধান দিবস বন্দেমাতরমের ১৫০ বছর, রামমন্দিরে ধ্বজারোহণ, আধুনিক মৌমাছি পালন, প্রাকৃতিক কৃষি, ওয়াটার টুরিজম, টি-২০ ক্রিকেট, ভারতীয় মহিলাদের সাফল্য সহ বহু বিষয় মন কি বাতে তুলে ধরছেন। এই মন কি বাত থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। রবিবার মান্দাই বিধানসভা কেন্দ্রের মান্দাই মণ্ডলের ৩৪ নম্বর বুথে মন কি বাত কার্যক্রম শ্রবণ করে একথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, বহু জায়গার ইতিহাস হারিয়ে গেছে।কিন্তু ভারতবর্ষ তার ঐতিহ্য ধরে রাখতে পেরেছে।একটা সময় ছিলো খাদ্যের অভাব ছিলো।কিন্তু বর্তমান সময়ে সেই অভাব নেই। একমাত্র ভারতবর্ষ যেখানে মানুষকে বিনা পয়সায় খাদ্য বিতরণ করা হচ্ছে। কোভিডকাল থেকে শুরু হওয়া বিনামূল্যে খাদ্য বিতরণ এখনো চলছে। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা সঠিক রাখার চেষ্টা করে চলছে সরকার। সুস্থ বাতাবরণ তৈরি করার জন্য চলছে কাজ। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি থাকলে উন্নয়ন দ্রুততার সাথে এগিয়ে যাবে। তিনি সংবিধান রক্ষা করে সকলকে কাজ করার কথা বলেন। এদিন মান্দাইয়ের বালিধুমে আয়োজিত মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে ছিলেন জনজাতি নেতা বিপিন দেববর্মা, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মান্দাই মণ্ডল সভাপতি অভিজিৎ দেববর্মা সহ অন্যরা।