মানব বোমায় মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি! ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার!!

অনলাইন প্রতিনিধি :- টার্গেট ছিল ১ কোটি মানুষ। ৪০০ কেজির আরডিএক্স বিস্ফোরণে গোটা মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। এই হুমকি আসার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল অভিযুক্তকে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নয়ডা থেকে অশ্বিনীকুমার সুপ্রা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সিম কার্ড জোগাড় করে দেওয়ার জন্য।৪ঠা সেপ্টেম্বর ২.৫৭ মিনিটে যখন হুমকি আসে তখন মুম্বই শহরে গণপতি বিসর্জনের প্রস্তুতি পুরোদমে চলছিল।শনিবার অনন্ত চতুর্দেশী, গণেশ উৎসবের শেষ দিন। এর কারণে পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং তখনই তদন্ত শুরু করে ৫০ বছর বয়সি অশ্বিনীকুমার সুপ্রা কে গ্রেফতার করা হয়। তিনি বিহারের পটনার বাসিন্দা। অভিযুক্তকে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হুমকি দেওয়ার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওরলি পুলিশ স্টেশনে ভারতীয় ন্যয় সংহিতার ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।