January 7, 2026

মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের!

 মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের!

অনলাইন প্রতিনিধি :-মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ল। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় কপ্টারের একজন পাইলটের। দ্বিতীয় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকাল ১১.২৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে আটলান্টিক কাউন্টির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে। দমকলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত কপ্টার দুটির আগুন নেভান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সংঘর্ষের মুখে পড়া দুটি হল এনস্ট্রম এফ-২৮এ হেলিকপ্টার এবং দ্বিতীয়টি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টার। দুর্ঘটনার সময় তাতে দু’জন পাইলটই ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *