January 7, 2026

মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী!!

 মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম বর্ষ

চৌধুরী চরণ সিং মেমোরিয়াল রাজ্যভিত্তিক আন্ত:জেলা মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী জেলা। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনালে গোমতী জেলা ২-০ গোলে ধলাই জেলাকে হারায়। ম্যাচে গোমতী জেলা টিমের হয়ে মেরিনা জমাতিয়া ও মিতা জমাতিয়া একটি করে গোল করেন। অন্যদিকে, আসরে তৃতীয় স্থান অর্জন করেছে উত্তর জেলা। তৃতীয়
স্থান নির্ণায়ক ম্যাচে উত্তর জেলা ২-১ গোলে সিপাহিজলা জেলা টিমকে হারায়।পদ্মশ্রী সন্ধ্যায় ফ্লাড লাইটে ফাইনাল ম্যাচটি হয়। তা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া ছিলেন অলিম্পিয়ান দীপা কর্মকার, ক্রীড়া অধিকর্তা এল ডার্লং, টিএফএর সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, টুর্নামেন্ট কমিটির কনভেনার রাজীব পাল ও বিটিএম ট্রাস্টের সভাপতি প্রণব রায়।চ্যাম্পিয়ন দশ হাজার, রানার্স আপ সাত হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাঁচ হাজার এবং চতুর্থ স্থান দখলকারী সিপাহিজলা জেলা টিম তিন হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। সঙ্গে ট্রফি। ফেয়ার অ্যান্ড প্লে ট্রফি পুরস্কৃত হয় সিপাহিজলা জেলা টিম। এছাড়া সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা ও সেরা প্লেয়ারের পুরস্কার অর্থরাশি ছিল এক হাজার টাকা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *