August 6, 2025

মহিলা ফুটবলের অঘোষিত ফাইনাল ম্যাচ আজ

 মহিলা ফুটবলের অঘোষিত ফাইনাল ম্যাচ আজ

টিএফএর মহিলা লীগ ফুটবল আসরের খেতাব নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার স্পোর্টস স্কুলের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । এডি নগর পুলিশ গ্রাউন্ডে মঙ্গলবার বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে । ওই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে জিতলে অথবা কমপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে পারবে বিশ্রামগঞ্জ পে ল সেন্টার । তবে যদি বিশ্রামগঞ্জ প্লে সেন্টার হারে সে ক্ষেত্রে গোলের অংকে আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ণয় হবে । আপাতত বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের তিন ম্যাচে সাত পয়েন্ট । কিল্লা মর্নিং ক্লাবের চার ম্যাচে সাত পয়েন্ট ও জম্পুইজলা প্লে সেন্টারের চার ম্যাচে সাত পয়েন্ট । অন্যদিকে , ত্রিপুরা স্পোর্টস স্কুলের তিন ম্যাচে চার পয়েন্ট । আগামীকাল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে ত্রিপুরা স্পোর্টস স্কুলেরও চার ম্যাচে সাত পয়েন্ট হবে । সে ক্ষেত্রে দেখা হবে চার দলের গোলের বিষয়টি । আপাতত চার দলের গোলের দিকে তাকালে দেখা যায় , গোলের দিকেও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার অনেকটাই এগিয়ে । বিশ্রামগঞ্জ প্লে সেন্টার তিন ম্যাচে দশ গোল দিয়েছে । গোল হজম করতে হয়েছে একটি ( গোল +৯ ) জম্পুইজলা প্লে সেন্টার চার ম্যাচে দশ গোল দিয়েছে । গোল হজম করেছে চারটি ( গোল +৬ ) । যেখানে কিল্লা মর্নিং ক্লাব চার ম্যাচে আট গোল দিয়েছে ( গোল +৪ ) । অন্যদিকে , ত্রিপুরা স্পোর্টস স্কুল তিন ম্যাচে নয় গোল দিয়েছে । আবার গোল হজম করেছে চারটি ( গোল +৫ ) । আগামীকাল খেতাব নির্ণায়ক ম্যাচে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে জিততে নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপাবে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার তা বলার অপেক্ষা রাখে না । তবে ত্রিপুরা স্পোর্টস স্কুলও ট্রফি জিততে শেষ লড়াই করে যাবে । তবে বড় গোল ব্যবধানে ম্যাচ জিততে পারলেই চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলতে পারবে স্পোর্টস স্কুল । আগামীকালের ম্যাচে শক্তির বিচারে ত্রিপুরা স্পোর্টস স্কুলের চাইতে অনেকটা এগিয়ে রয়েছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । জুনিয়র ও নতুনদের নিয়ে এবার স্পোর্টস স্কুলের টিম হয়েছে । অন্যদিকে , বিশ্রামগঞ্জ প্লে সেন্টার টিমে জুনিয়র ও সিনিয়র অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে । এদিকে , আগামীকাল ম্যাচ শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে । চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা ও রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হবে । উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *