August 3, 2025

মহিলা থানা উদ্বোধনের পর ধর্ষণের মামলা দিয়ে শুরু হলো কাজ!!

 মহিলা থানা উদ্বোধনের পর ধর্ষণের মামলা দিয়ে শুরু হলো কাজ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে পাড়ার এক ৮৮ বছর বয়স্ক দাদুকে গ্রেপ্তার করল খোয়াই মহিলা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম বাসুদেব তাঁতি। বাড়ি সোনাতলা এলাকায়। খোয়াই মহিলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে খোয়াই থানা এলাকার পূর্ব সোনাতলা গ্রামের এক বয়স্ক মহিলা ইট ভাঙ্গার কাজ করতে যায়। সঙ্গে যায় ওই মহিলার এক নাবালিকা নাতনি। দুপুরে খাওয়ার সময় মহিলা বাড়িতে চলে এলেও নাতনিকে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে এলাকারই দাদু পরিচিত বাসুদেব তাঁতির বাড়ি থেকে নাবালিকা কন্যাটি কান্না করতে করতে বেরিয়ে আসে । বাড়িতে এসে ওই নাবালিকা পুরো ঘটনা তার মা-বাবা সহ আত্মীয় পরিজনদের জানায়। তারপরে গোটা পরিবার আইনের সাহায্য পাওয়ার জন্য প্রথমে খোয়াই থানায় চলে আসে। খোয়াই থানা এই মামলাটি খোয়াই মহিলা থানায় পাঠিয়ে দেয়। মহিলা থানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ হাতে পেয়েই একটি মামলা গ্রহণ করে। যার কেস নাম্বার 1/2022. আন্ডার সেকশন 376(A)(B) IPC and 4 of Pocso Act.। বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগ মহিলা থানায় অন্তর্ভুক্ত হতেই, থানার মহিলা পুলিশ তদন্তে নামে এবং পূর্ব সোনাতলা নিজ বাড়ি থেকে বাসুদেব তাঁতি-কে গ্রেফতার করে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *