August 2, 2025

মহিলা ক্রিকেটারদের পথ খুলে দেবে টি-২০ চ্যালেঞ্জ

 মহিলা ক্রিকেটারদের পথ খুলে দেবে টি-২০ চ্যালেঞ্জ

এই বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, ২০২৩ সাল থেকে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ ছয় দলের হতে চলেছে। আর সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট মহলে উল্লাস দেখা দিয়েছিল। আর গত সোমবার থেকে এইবারের মরশুমে টি-২০ চ্যালেঞ্জ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ট্রেলব্লেজার্স ও সোপারনোভা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর সেই ম্যাচে নামার আগেই ট্রেল্বলেজার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা টি-২০ চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন। টি-২০’র এই ফ্র্যাঞ্চাইজি লিগ যে মহিলাদের ক্রিকেটে অতিরিক্ত সুবিধা এনে দিয়েছে সেটাও কিন্তু জানিয়েছেন মান্ধানা।

টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় বলেছেন, ‘ আমাদের মহিলাদের ক্রিকেটে অনেক নতুন প্রতিভা রয়েছে। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো ফল করতে পারলে বিশ্ব ক্রিকেটে অনেক রাস্তা খুলে যায়। তাই এই টুর্নামেন্টের বিস্তার আরও বেশি হলে ভারতীয় মহিলাদের ক্রিকেটে আরও পথ খুলে যাবে।’
বিশ্বকাপে ভারতীয় মহিলা দল ভাল ফল করতে পারেনি। সেই কারণে দলের সব খেলোয়াড়রা আগামী দিনে সীমিত ওভারের ক্রিকেটে ভাল করার জন্য দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেও বেশি নজর দিচ্ছে। এই মুহূর্তে ভারতীয় দলে দীপ্তি শর্মা, শেফালি বর্মার মতো অনেক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। আর তারা যে এইবারের টি-২০ চ্যালেঞ্জে ভাল ফল করতে পারবে সেটা কিন্তু ভারতীয় বোর্ডের অনেক কর্তারাই আশা করছেন। আগামী শনিবার পর্যন্ত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *