August 5, 2025

মহারাষ্ট্রে ক্রিকেট সফর,প্রস্তুতি ম্যাচে রান পেলো অন্নপূর্ণা, বলে রুম্পা, হীনা।

 মহারাষ্ট্রে ক্রিকেট সফর,প্রস্তুতি ম্যাচে রান পেলো অন্নপূর্ণা, বলে রুম্পা, হীনা।

অনলাইন প্রতিনিধি :- মহারাষ্ট্রে জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটের প্রস্তুতি সফরে আজ স্থানীয় স্কুল মাঠে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে অন্নপূর্ণা, রিজু, অম্বিকা, সুরভিরা। ৫০ : ৫০ ওভারের ম্যাচে কোনও দলই পঞ্চাশ ওভার খেলতে পারেনি। প্রথম ব্যাট করে টিসিএ এ দল ৩৩.১ ওভার খেলে ১৩৪ রানই তুলতে পারে। জবাবে টিসিএ বি দলটি ২৯.২ ওভারে মাত্র ৯৫ রানই তুলতে পারে।তবে দুদলেরই স্বীকৃত ব্যাটারদের মধ্যে অনেকেই ব্যাট হাতে ব্যর্থ। যা নিয়ে কোচদেরও চিন্তা বেড়ে গেলো। এই মাঠেই চারদলীয় একটি টুর্নামেন্টে খেলবে সিনিয়র মহিলা দল। তার আগে নিজেদের মধ্যে খেলায়ই যদি পুরো পঞ্চাশ ওভার খেলতে না পারে এবং বড় রানও তুলতে না পারে তাহলে তো চিফ কোচ সহ অন্য কোচদের দুশ্চিন্তা বাড়বেই। যদিও চিফ কোচ সন্দীপ দাহাদ বলেছেন, হঠাৎ করে নতুন মাঠে খেলায় এমন হয়েছে। পরের ম্যাচেই দল ঠিক ভালো খেলবে। আজ টিসিএ এ দল প্রথম ব্যাটিং করে ৩৩.১ ওভারে ১৩৪ রান তুলে। যার মধ্যে অন্নপূর্ণা দাস ৭১ বলে ৫৫, সুপ্রিয়া দাস ৩৬ (৫৯) ভালো ব্যাটিং করে। বোলিংয়ে রুম্পা সিং (৮-০-২৫-৪) নজর কাড়ে। জবাবে টিসিএ বি দল ২৯.২ ওভারে মাত্র ৯৫ রানই তুলতে পারে। অম্বিকা দেবনাথ ৪২ বলে ২৭ ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। বোলিংয়ে হীনা হটচান্দানি (৭-১-১৫-৪) ও সুরভি রায় (৫.২-০-১৫-২) ভালো করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *