মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। আগুন এতটাই তীব্র ছিল যে ১ কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দৃশ্যমান ছিল। ঘটনাস্থলে দমকলের তিন ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুনে কোনও হতাহতের খবর নেই। আগুনের সুত্রপাত উজ্জ্বয়ন মহাকাল মন্দিরের ফেসিলিটি সেন্টারে আগুন লাগে। পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনও ডিভাইস বা যন্ত্রাংশে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অনেকের অভিমত , সিসিটিভি কন্ট্রোল রুমের উপরে রাখা ব্যাটারিতে বিস্ফোরণ হয়েছে। সেখান থেকেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।