January 11, 2026

মশা নিধনে গাম্বুসিয়া!

 মশা নিধনে গাম্বুসিয়া!

অনলাইন প্রতিনিধি :-কথায় আছে মশা মারতে কামান দাগা। এই সময়টায় রাজ্য ব্যাপী ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এবং এই রোগ গুলি হল মশা বাহিত রোগ। আগরতলা শহরের নর্দমা গুলি হল মশার আঁতুড়ঘর। নালার বদ্ধ জলাশয়ে মশা বংশ বিস্তার করে থাকে৷ বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম হতে মশা জন্ম নেয়৷ এরই একটি ধাপ হল লার্ভা৷ গাম্বুসিয়া মাছের অতি প্রিয় খাবার হল এই লার্ভা৷ লার্ভা দেখলে গাম্বুসিয়া হামলে পড়ে লার্ভার উপর৷ এবং লার্ভা নিধন করা নাকি গাম্বুসিয়ার কাজ৷ এজন্যই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনে বৃহস্পতিবার গম্বুসিয়া মাছ ছাড়লো জাতীয় স্বাস্থ্য মিশন। এদিন অবলা চৌমুহনীর ড্রেনে মাছ ছাড়েন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *