মর্মান্তিক! ইট ভাটায় চুল্লি ভেঙে মৃত্যু চার শ্রমিকের! আহত আরও চারজন!!
মর্মান্তিক! ইট ভাটায় চুল্লি ভেঙে মৃত্যু চার শ্রমিকের! আহত আরও চারজন!!
দৈনিক অনলাইন, ১৭ ডিসেম্বর।। ইট ভাটার চুল্লি ভেঙে ইটের নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো চার শ্রমিকের। গুরতর আহত হয়েছে আরও চার জন শ্রমিক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার কমলপুর মহকুমার অপরেস্কর এ বি সি ইট ভাট্টায়। এদিন ইট ভাটায় পূজো দিয়ে আগুন দেওয়ার দিন ছিল। সেই মতো ব্রম্মা পুজো সহ অনুসঙ্গিক পুজো শেষ করে চুল্লিতে আগুন দিতেই চুল্লি ভেঙে পড়ে। আর এই চুল্লির নিচে চাপা পড়ে চারজন শ্রমিকের মৃত্যু হয় ও চারজন গুরুতর আহত হয়। ঘটনার পর ড্রজার দিয়ে ইটের নিচ থেকে তাদের বের করা হয়। নিহত ও আহতদের অগ্নি নির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত তিনজন শ্রমিক ওই এলাকারি বাসিন্দা। একজন ঝাড়খন্ডের শ্রমিক।

আহতরা সকলে বহিঃরাজ্যের শ্রমিক। নিহতরা হলেন সুবল দেবনাথ (৫৫), পিংকু শীল (৩৭), অনিল গৌতম (৪৯) এবং সজল মালাকার। আহত চারজন হলেন বিধু শর্মা (৪৫), সন্তোষ গুপ্তা (২৮), হারকিস চৌহান (৫০), হারকিস সরোজ(৪০)।
আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব প্রথমে হাসপাতালে এবং পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান। এদিকে, ধলাই জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস কমলপুর বি এস এম হাসপাতালে ছুটে আসেন ও ঘটনা স্থলে যান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও গভীর শোক নেমে এসেছে।
