August 2, 2025

মন্ত্রী-পুত্রের গ্রেপ্তারের দাবিতে কদমতলায় কংগ্রেসের বিক্ষোভ!!

 মন্ত্রী-পুত্রের গ্রেপ্তারের দাবিতে কদমতলায় কংগ্রেসের বিক্ষোভ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গন ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মন্ত্রী ভগবান দাসের পুত্র চন্দ্রশেখর দাসের গ্রেপ্তারের দাবিতে কদমতলা থানার সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দল । রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কদমতলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল কদমতলা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কদমতলা থানার সামনে এসে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। মন্ত্রী-পুত্র সহ দোষীদের গ্রেফতার এবং সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ধর্ষণ এবং আইন শৃঙ্খলাই বিরোধীদের অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *