August 2, 2025

মন্ত্রীর অফিস দর্শনে চোখ কপালে!!

 মন্ত্রীর অফিস দর্শনে চোখ কপালে!!

অনলাইন প্রতিনিধি :-মন্ত্রীর আচমকা অফিস সফরে বেকায়দায় কর্মীরা।পড়লেন মন্ত্রীর ক্ষোভের মুখে।প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস শুক্রবার আচমকা সিপাহীজলা জেলার ডেপুটি ডিরেক্টার অফ ফিসারিজ কার্যালয়ে পরিদর্শনে যান। গিয়ে দেখেন খোদ ডেপুটি ডিরেক্টর খিতিশ দেববর্মা অনুপস্থিত।

নিয়ম অনুযায়ী অফিস শুরু হওয়ার এক ঘন্টা পরে আসেন। এসে দেখেন খোদ মন্ত্রী তার অফিসে। এর পরই মন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন তিনি। কর্মসংস্কৃতির বেহাল অবস্থা দেখে মন্ত্রী নিজেই স্তম্ভিত!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *