ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
মনিপুরে শহীদ রাজ্যের আরও এক বীর সন্তান

দৈনিক সংবাদ অনলাইন।। বিশালগড়ের সঞ্জয় দেবনাথের পর শনিবার রাজ্যের আরও এক বীর সন্তান সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে মনিপুরের টুপুলে। ভয়াবহ ভূমিধসে শহীদ হয়েছে সেনা জওয়ান প্রশান্ত দেব। তার বাড়ি খোয়াইয়ের কল্যানপুর কুচপাড়া।