November 3, 2025

মধ্যপ্রদেশে পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী নেত্রী সুনীতা, মাথার দাম ছিল ১৪ লক্ষ!

 মধ্যপ্রদেশে পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী নেত্রী সুনীতা, মাথার দাম ছিল ১৪ লক্ষ!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সোমবার কান্‌হা ব্যাঘ্রপ্রকল্প সংলগ্ন বালাঘাটে পুলিশের বিশেষ বাহিনী ‘হক ফোর্স’-এর কাছে আত্মসমর্পণ করলেন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র শীর্ষ নেত্রী সুনীতা।বছরের পর বছর ধরে বালাঘাট ও মান্ডলা জেলা ঘিরে মাওবাদী সংগঠনের বিস্তার ঘটানোর দায়িত্বে ছিলেন তিনি। একই সঙ্গে পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র অন্যতম কমান্ডার হিসেবেও কাজ করতেন সুনীতা। জানা গিয়েছে, মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য রামদারের নেতৃত্বাধীন এনএমসি জ়োনে সুনীতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাঁর গ্রেপ্তারের জন্য ছত্তীসগঢ়, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ পুলিশ মিলে ১৪ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল।আত্মসমর্পণের সময় প্রতীকী ভাবে নিজের ইনসাস রাইফেল হস্তান্তর করেন সুনীতা। হক ফোর্সের সহকারী কমান্ডার রূপেন্দ্র ধুরভে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ২০২২ সাল থেকে একাধিক গুরুতর অপরাধের মামলা চলছে। তবে সরকারি নিয়ম মেনে পুনর্বাসনের সুবিধা পাবেন তিনি।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বানে সাড়া দিয়ে একের পর এক মাওবাদী অস্ত্র ফেলে সমাজের মূল স্রোতে ফিরছেন। এ বছর আত্মসমর্পণ করা মাওবাদীদের মাথার মোট পুরস্কারের অঙ্ক ১ কোটি ৪৬ লক্ষ টাকা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *