August 2, 2025

ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু অসমে!!

 ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু অসমে!!

অনলাইন প্রতিনিধি :-বন্যায় ভয়াবহ অবস্থা উত্তর-পূর্ব ভারতে। টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত অসম। সূত্রে খবর, ভয়াবহ বন্যায় অসমে ১৪ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৫ জন। একটানা বৃষ্টিতে ব্রক্ষ্মপুত্র নদের জলের স্তর বেড়েছে। একাধিক পরিবারকে যদিও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আসামের ২১টি জেলায় প্রায় ৬.৩৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এরই পাশাপাশি জোরকদমে চলছে উদ্ধারকাজ। জটিল পরিস্থিতির মুখোমুখী হয়েছে আসামের শ্রীভূমি জেলা। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুর জেলা-সহ প্লাবিত এলাকাগুলিতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। ইতিমধ্যেই প্রচুর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সেনা এবং অসম রাইফেল মেডিক্যাল টিম গঠন করেছে। বহু মানুষের চিকিৎসা চলছে।সিকিম ও অসমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছে, কেন্দ্র সব দিকে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *