August 2, 2025

ভয়াবহ টার্বুলেন্সে পাক-বিমান,!!

 ভয়াবহ টার্বুলেন্সে পাক-বিমান,!!

অনলাইন প্রতিনিধি :-করাচি থেকে লাহোরগামী একটি বিমান মাঝ আকাশে ভয়ঙ্কর টার্বুলেন্সের মধ্যে পড়ে যায়। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি তীব্র ঘূর্ণিঝড়ে মধ্যে পড়ে যায়। যার ফলে গোটা বিমানের মধ্যে ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি হয়। ফ্লাইটটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ-অপারেট করে। বিমানটি লাহোরে অবতরণের উদ্দেশ্য ছিল। আর অবতরণের সময়ই বিমানটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়ে যায়। টার্বুলেন্সে পড়ে যাওয়ায় দৃশ্যমানতাও কমতে থাকে। ফলে অবতরণের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাইলটকে অবতরণ বাতিল করার নির্দেশ দেয় এবং পাইলটকে করাচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *