August 1, 2025

ভোটের মুখে শক্তি দেখাল আইপিএফটি!!

 ভোটের মুখে শক্তি দেখাল আইপিএফটি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এাবার ময়দানে অবতীর্ণ হলো আইপিএফটি দল। বুধবার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আইপিএফটি দলের মহিলা শাখা বড় ধরনের জমায়েত করলো আমবাসায়। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক কালে আই পি এফ টি দলের এমন সমাবেশ আর লক্ষ্য করা যায়নি। বুধবার বিজেপির জোট শরীক আই পি এফ টি দলের মহিলা শাখার এই সমাবেশ প্রদ্যোত কিশোরের থানসাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহল। শুধু তাই নয়, রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ক্ষয়িষ্ণু আই পি এফ টি দলের হঠাৎ জেগে উঠাকে বেশ তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার আমবাসা মোটরস্ট্যান্ডে অনুষ্টিত জনসভার প্রধান বক্তা ছিলেন দলের নেত্রী যশোধা রানী জমাতিয়া,কৃষ্ণ কান্ত জমাতিয়া,প্রশান্ত দেববর্মা,সিন্ধুচরন জমাতিয়া,শুক্লাচরন নোয়াতিয়া প্রমুখ। এদিন জনসভার উপস্হিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *