ভোটের আগে বাদল অধিবেশনে বিহার বিধানসভায় ধুন্ধমার কান্ড!!

অনলাইন প্রতিনিধি :- মঙ্গলবার বিহার বিধানসভায় বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে কালো পোশাক পরে এসেছিলেন বিরোধী বিধায়করা। নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তাঁরা সরব হন। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে বিধানসভার অধ্যক্ষের চেয়ারের সামনে চলে আসেন বিরোধী বিধায়করা। স্লোগান দিতে থাকেন। বিভিন্ন ইস্যুতে সরকারের কাছে জবাব চান তাঁরা। অধ্যক্ষ নন্দকিশোর যাদব অবশ্য বেশ কয়েকবার বিরোধী বিধায়কদের শান্ত করার চেষ্টা করেন। অধ্যক্ষের অনুরোধে কেউ কর্ণপাতই করেননি।এদিন, বিধানসভায় শিক্ষা দফতর সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে তাঁরা স্লোগান দিতে থাকেন।তখন অধ্যক্ষ বলেন “আপনার শুধু কোলাহলই করছেন। সাধারণ মানুষের প্রকৃত সমস্যার কথা তুলে ধরছেন না।” প্রথমে অধ্যক্ষ দুপুর ২টা পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেন। পরে অধিবেশন শুরু হলে ফের হইচই শুরু হয়। চেয়ারও ছোড়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। সেইসময় মার্শালদের সঙ্গে বিরোধী বিধায়কদের বাধে ধস্তাধস্তি । একজন মার্শালের উর্দিও ছিঁড়ে দেওয়া হয়। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব ও কালো কূর্তা পরিধান করে অধিবেশনে আসেন এবং বলেন
“বিহারে গণতন্ত্র শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ ভুল। যখন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তখন এইসব বিলের কী দরকার? যদি ভোটাররা ভোটই না দিতে পারেন, তাহলে আমরা কীভাবে বলব যে গণতান্ত্রিক দেশে বাস করি?”চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে এটাই শেষ বাদল অধিবেশন। আগামী ২৫ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে। একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে বিরোধীরা যেভাবে বিভিন্ন ইস্যুতে নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে, তাতে অধিবেশন কতটা সুষ্ঠুভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।