August 3, 2025

ভূপেন স্মৃতি রাজ্য টেনিস শুরু

 ভূপেন স্মৃতি রাজ্য টেনিস শুরু

ব্যাপক সংখ্যক খেলোয়াড়দের অংশগ্রহণের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী আয়োজিত ২৬ তম ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল স্টেট টেনিস চ্যাম্পিনয়শিল্প শুরু হলো আজ । মালঞ্চ নিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্টের আজ প্রথম দিনে ম্যান সিঙ্গলস বিভাগের প্রতিযোগিতা হয়। এতে প্রথম এবং দ্বিতীয় রাউণ্ডের খেলা শেষ করে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হয়েছে। এদিন সকালে এই টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা টেবিল টেনিস অ্যাসেসিয়েশনের সহ- সভাপতি প্রণব চৌধুরী, সচিব সুজিত রায়, কোষাধ্যক্ষ বিধান রায়, দুই যুগ্ম সচিব তড়িৎ রায়,অরূপ রতন সাহা ও কোচ চিন্ময় দেববর্মা সহ অ্যাসোসিয়েশনের অন্য কর্মকর্তারা। সিঙ্গলস এবং ডাবলস দুই বিভাগে মোট ৩০ জনের মতো খেলোয়াড় বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। কোয়ার্টার ফাইনালে সবকটি ম্যাচে বেশ জমজমাট লড়াই হয়। ম্যান বিভাগের কোয়ার্টার ফাইনালে শুভাশীষ দেববর্মা ৮-৬ পয়েন্টে কৃষ্ণ দেববর্মাকে, উমেশ কুমার মিনা ৮-০ পয়েন্টে সৃজন পুরকায়স্থকে, তুইজিলাং দেববর্মা তার প্রতিদ্ব- ন্দ্বী প্রণিল ঘোষের বিরুদ্ধে বাই পেয়েছে এবং অমিত রিয়াং ৮-৪ পয়েন্টে ভিকি দেববর্মাকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে। আগামীকাল সকাল থেকে ডাবলস সহ অন্যান রাউণ্ডের খেলা শুরু হবে। ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। শেষদিনে সিঙ্গলস ও ডাবলস দুই বিভাগে ফাইনাল ম্যাচগুলো হবে। উল্লেখ্য, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন প্রতিবছর নিয়মিত ভূপেন দত্ত ভৌমিক স্মৃতি মেমোরিয়াল স্টেট টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে। এবারও এই টুর্নামেন্ট ঘিরে টেনিস খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক প্রতিভাবান টেনিস খেলোয়াড় উঠে আসছে প্রতিবছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *