ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
ভিলেজ অফিসে তালা!!

রেগার টাকা না পেয়ে সোমবার ভিলেজ অফিসে তালা দিল শ্রমিকরা। ঘটনা কমলপুর মহকুমার দক্ষিণ কচুছড়া ভিলেজে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টানা ১০ দিন কাজ করেও সেই টাকা পায়নি শ্রমিকরা। অথচ পরবর্তী মাসে কাজের টাকা পেয়ে গেছে।গ্রামের শ্রমিকরা মনে করছে পুরনো কাজের টাকা ভিলেজ সচিবের কারনেই পাচ্ছে না। দুইঘন্টা ধরনার পর কতৃপক্ষের আশ্বাসে তালা খুলে দেয় শ্রমিকরা।