August 1, 2025

ভিনরাজ্যের দুই মহিলা ক্রিকেটার টিমে নিচ্ছে টিসিএ!!

 ভিনরাজ্যের দুই মহিলা ক্রিকেটার টিমে নিচ্ছে টিসিএ!!

তিন বছরে রাজ্যে মহিলা ক্রিকেটের উন্নয়ন নিয়ে টিসিএর বর্তমান কমিটি যে আসলে কোনও কাজই করেনি তা কিন্তু দিন দিন স্পষ্ট হচ্ছে । আগে যেখানে টিসিএর উদ্যোগে প্রতিটি সিজনে মেয়েদের কমপক্ষে তিনটি টুর্নামেন্ট হতো সেখানে টিসিএর বর্তমান কমিটির আমলে ২০২২ সালে একটিও টুর্নামেন্ট হয়নি । আর এর মধ্যেই টিসিএর মহিলা ক্রিকেটের উন্নয়নে নজিরবিহীন ব্যর্থতার একটি খবর পাওয়া যাচ্ছে । জানা গেছে , রেকর্ড আট লাখ টাকায় মহিলা ক্রিকেটে চিফ কোচ নিয়োগের পর টিসিএর বর্তমান কমিটি নাকি মোটা টাকায় ভিনরাজ্যের দু’জন ভাড়াটে মহিলা ক্রিকেটার নিয়ে আসছে রাজ্য সিনিয়র মহিলা টিমের জন্য । সূত্রে খবর , ইণ্ডিয়ান রেলওয়ে টিমে খেলা একজন বাঁ হাতি মিডিয়াম পেস বোলার এবং একজন ডানহাতি ব্যাটার উড়িয়ে নিয়ে আসছে টিসিএ । মোটা টাকার বিনিময়েই নাকি রেলওয়ে ছেড়ে ত্রিপুরায় খেলতে আসছেন ওই দু’জন সিনিয়র মহিলা ক্রিকেটার । ঋদ্ধিমান সাহাকে নগদ ত্রিশ লাখ টাকা সঙ্গে আরও দশ লাখ অন্য খরচা দিয়ে টিসিএর বর্তমান কমিটি এ রাজ্যে এনেছে তাও এক সিজনের জন্য । এবার নাকি টাকা দিয়ে দু’জন মহিলা ক্রিকেটার আনছে টিসিএ । প্রশ্ন হচ্ছে , রেকর্ড আট লাখ টাকায় মহিলা ক্রিকেটে চিফ কোচ নেওয়ার পর এখন কেন টাকা দিয়ে ভিনরাজ্য থেকে ভাড়া করে মহিলা ক্রিকেটার নিতে হচ্ছে ? প্রশ্ন , তিন বছরে তাহলে এ রাজ্যে মহিলা ক্রিকেটের উন্নয়নে টিসিএ কি কাজটি করলো ? ক্রিকেট মহলের প্রশ্ন , আট লাখে চিফ কোচ এবং মোটা টাকায় ভিনরাজ্যের দুই মহিলা ক্রিকেটার এনে টিসিএর বর্তমান কমিটি কী টাকার বিনিময়ে রাজ্যদলের সাফল্য পেতে চাইছে ? টিসিএর বর্তমান কমিটি কী সাফল্য খুঁজতে লক্ষ লক্ষ টাকা খরচে প্রথমে চিফ কোচ তারপর ভাড়াটে মহিলা ক্রিকেটার আনতে চলেছে ? এ সমস্ত ঘটনায় স্পষ্ট যে , তিন বছরে রাজ্যে মহিলা ক্রিকেটের উন্নয়নে কোনও কাজই হয়নি । আর জাতীয় ক্রিকেটে সাফল্য পেতে তাই এবার রাজ্যদলের জন্য ভাড়াটে মহিলা ক্রিকেটারও আনছে টিসিএ , দাবি ক্রিকেট মহলের । প্রসঙ্গত , আগামী এগারো অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় সিনিয়র মহিলাদের টি – টোয়েন্টি ক্রিকেট । তবে ঘটনা হচ্ছে , গত ডিসেম্বর মাসে টিসিএর উদ্যোগে মহিলাদের একটি ওপেন টি – টোয়েন্টি ক্রিকেটের পর গত আট মাসে রাজ্যের মেয়েরা ঘরের মাঠে বাইশ গজে ব্যাট বলের কোনও ম্যাচ পায়নি । যেখানে এ সময়ে মেয়েদের ক্রিকেট ম্যাচ দরকার ছিল সেখানে দুটি লম্বা ট্রেনিং , ক্যাম্প । একটি ক্যাম্প মানেই লক্ষ লক্ষ টাকা খরচ । রাজ্যের মেয়েদের মাঠে খেলার কোনও সুযোগ না দিয়ে এখন টিসিএর লক্ষ লক্ষ টাকায় ভাড়াটে প্লেয়ার আনা হচ্ছে জাতীয় ক্রিকেটে সাফল্য কুড়াতে । এই হলো আসল চরিত্র টিসিএর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *