August 2, 2025

ভারত -বাংলাদেশ বন্ধুত্বের আরও এক ধাপ!!

 ভারত -বাংলাদেশ বন্ধুত্বের আরও এক ধাপ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্ব রাজ্য গুলোতে পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এতে শুধু ভারতের উত্তর পূর্বের রাজ্য গুলিই লাভবান হবে না, লাভবান হবে বাংলাদেশও। উপকৃত হবেন উত্তর-পূর্ব ভারতের জনগণ। লাভের চাইতেও বড় কথা বন্ধুত্ব। প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বন্ধুপ্রতিম দুই দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলো লাভবান হলে লাভ হবে বন্ধুত্বের। এই কথা গুলো বলেন, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুমিন। তিনি শনিবার দুপুরে আখাউড়া চেকপোস্টে সাংবাদিকদের এ’কথা গুলো বলেন।

ভারতকে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহারে অনুমতি দিয়ে সম্প্রতি নির্দেশ জারি করেছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশের উপর দিয়ে পন্য পরিবহনের জন্য চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা, মোংলা-আখাউড়া-আগরতলা, তামাবিল-ডাউকি, শেওলা-সুতারকান্দি এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর মিলিয়ে ১৬টি ট্রানজিট রুট খোলা হয়েছে। এতে লাভবান হবে ত্রিপুরা।
এনবিআর চেয়ারম্যান আরও বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্য গুলো থেকে কি পণ্য আমদানি করা যায় ব্যবসায়ীরা এর তালিকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, প্রথমবার আখাউড়া শুল্কস্টেশনে এসেছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা হবে।এদিন এনবিআর চেয়ারম্যান বাংলাদেশ আখাউড়া শুল্ক বিভাগে নতুন করে স্থাপন করা একটি আধুনিক ল্যাগেজ স্ক্যানার মেশিন উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *