August 2, 2025

ভারত-বাংলাদেশের যোগাযোগ মুখ্যমন্ত্রী-মুস্তাফিজুর বৈঠক

 ভারত-বাংলাদেশের যোগাযোগ মুখ্যমন্ত্রী-মুস্তাফিজুর বৈঠক

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ইন্দো-বাংলা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সাথে বৈঠক করলেন নয়াদিল্লীস্থিত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান। মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে তারা প্রায় ঘন্টাখানেক কথা বলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে ত্রিপুরার সাথে প্রতিবেশী দেশের কানেকটিভিটি জোরদার করার লক্ষ্যেই তাদের কথা হয়। যার প্রেক্ষিতে আগরতলা-আখাউড়া রেলপথের নির্মাণ কাজ গুরুত্ব পেয়েছে। রাজ্যের দিকে রেলপথের নির্মাণ নিয়ে সমস্যা না থাকলেও বাংলাদেশের দিকে রেলপথের কাজ অনেকটাই ধীরগতিতে হচ্ছে। বাংলাদেশের হাই কমিশনার ওইদিকের কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেছেন । তিনি কাজের গতি বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহাকে অবহিত করেছেন বলেও জানা গেছে। সাব্রুমের মৈত্রী সেতু হয়ে যাত্রী চলাচলের বিষয়েও তাদের বিস্তৃত পরিসরে কথা হয়।সাব্রুমের আইসিপি থেকে সেতু পর্যন্ত সড়কের কাজ সম্পন্ন হয়ে গেলেও বাংলাদেশের দিকে রাস্তার কাজ এখনও চলছে। ওই কাজ দ্রুততায় শেষ করার লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়েছে। গোমতী নদীতে ড্রেজিয়ের বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়। নদীর নাব্যতা বাড়িয়ে নৌপথে যোগাযোগ মজবুত করাই তার লক্ষ্য। এ দিন ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *