August 2, 2025

ভারতীয় দলের সহকারী কোচ রাজ্যের শ্রাবণী

 ভারতীয় দলের সহকারী কোচ রাজ্যের শ্রাবণী

মহিলা ক্রিকেটে ত্রিপুরার সাফল্যের মুকুটে নয়া পালক সংযোজন হলো আজ। অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সহকারী কোচ নিযুক্ত হলেন টিসিএর মহিলা ক্রিকেটের চিফ কোচ শ্রাবণী দেবনাথ, দেশে আয়োজিত, আসন্ন চার দলীয় অনুর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট এবং তিন দেশীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট ভারতীয় দলের সহকারী কোচ নির্বাচিত হয়েছেন শ্রাবণী দেবনাথ। অনূর্ধ্ব ১৯ মেয়েদের চার দলীয় ক্রিকেট বিশাখাপত্তনমে। এতে ভারত এ, ভারত- বি, শ্রীলঙ্কা ও ইণ্ডিজ খেলবে, মুম্বাইয়ে তিন দেশীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট খেলবে ভারত, ওঃইণ্ডিজ এবং নিউজিল্যাণ্ড । প্রসঙ্গত টিসিএর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দিনই ত্রিপুরার সিনিয়র মেয়েরা প্রথমবার টি-২০ক্রিকেটের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর সিনিয়র মহিলাদের জোনাল টি-২০ ক্রিকেট পূর্বাঞ্চল দলে ত্রিপুরার মোট তিনজন ডাক পায় । পাশাপাশি পূর্বাঞ্চল দলের ম্যানেজার হন ত্রিপুরার শিল্পী দেববর্মা। এবার ত্রিপুরার মহিলা চিফ কোচ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সহকারী কোচ হলেন। শ্রাবণীর এই সাফল্যের তাকে টিসিএর সচিব তাপস ঘোষ সহ সভাপতি তিমির চন্দ এবং আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন। শ্রাবণী ৮ নভেম্বর ম্যাচ ছাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *