ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করল ইরান!!
অনলাইন প্রতিনিধি :- এখন থেকে ইরানে যেতে হলে বা ইরানের বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে ট্রানজিট করতে হবে বাধ্যতামূলকভাবে নিতে হবে ভিসা। আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম।ইরান প্রশাসনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করার পর বিদেশমন্ত্রকের তরফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের এই ভিসা ছাড়ের সুবিধা নিয়ে বেশকিছু অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছিল। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, ভারতীয়দের চাকরি দেওয়ার টোপ দিয়ে এবং সেখানে থাকার সুবিধা করে দেওয়ার লোভ দেখিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ভিসা ছাড়ের সুবিধা ব্যবহার করে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়ার পর তাঁদের অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ আদায় করা হচ্ছিল। এমন একাধিক ঘটনা ভারত সরকারের নজরে এসেছে। এই অপরাধচক্রকে ঠেকাতেই এই সিদ্ধান্ত।