August 3, 2025

ভারতকে হারিয়ে বড় চমক দিল পাকিস্তান

 ভারতকে হারিয়ে বড় চমক দিল পাকিস্তান

মহিলাদের এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে অঘটন। ভারতকে হারিয়ে চমক দিল পাকিস্তানের নিদা দাররা। আজ এখানে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ভারতকে ১৩ রানে হারিয়ে দেয়। ম্যাচে পাকিস্তান প্রথম ব্যাটিং করে কুড়ি ওভারে ছয় উইকেটে ১৩৭ রান তুললে জবাবে ভারত ১৯.৪ ওভারে ১২৪ রানই তুলতে পারে। ভারতকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এলো পাকিস্তান। অবশ্য দুদলেরই এখন চার ম্যাচে ৬ পয়েন্ট। তবে ভারত অবশ্য নেট রান রেইটে লীগ টেবিলের শীর্ষেই রয়েছে।
তবে ভারত যদি তাদের অবশিষ্ট দুই ম্যাচের মধ্যে একটিও জিততে পারে তাহলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত।
বাকি বাংলাদেশ ও থাইল্যাণ্ড। গত বছর ফাইনালে কিন্তু বাংলাদেশের কাছে হরমনপ্রীত বাহিনী হেরে গিয়েছিল। এবার গ্রুপ লীগে পাকিস্তানের কাছে পরাজিত হলো। দুদেশের মধ্যে ১৩ বারের সাক্ষাতে ভারত যদিও জিতে আছেই। তবে আজকের ম্যাচে পরাজয়টা হরমনপ্রীতদের নিঃসন্দেহে চিন্তার মধ্যেই ফেলেছিল। এ দিন ভারতকে পরাজয়ের পেছনে মূল কারিগর ছিল নিদা দার। ব্যাট হাতে নিদা ৩৭ বলে অপরাজিত ৫৬ ও বল হাতে ২৩ রানে দুই উইকেট। খেলার সেরার পুরস্কারটা এনে দেয় । সেই সাথে ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ জিতে দল। এ দিন পাকিস্তান প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলে। অধিনায়ক বিসমাহ মারুফ ৩৫ বলে ৩২ ও নিদা দারের অপরাজিত ৩৭ বলে ৫৬ (৫×৪, ২×৬) দলকে লড়াই করার পুঁজি এনে দেয়। ভারতের পক্ষে দীপ্তি শর্মা (৪-০ ২৭-৩) ও পূজা বস্ত্রকার (৪-০-২৩-২) ভালো বোলিং করে । জবাবে ভারত ১৯.৪ ওভার খেলে ১২৪ রানই তুলতে পারে। ইনিংস সাব্বি নেনি মেঘনা (১৫), স্মৃতি মান্ধানা (১৭), দেয়ালান হেমলতা (২০), দীপ্তি শর্মা (১৬), অধিনায়ক হমনপ্রীত কাউর ১২, ও রিচা ঘোষ ২৬ রান করে। পেছনের দিকের ব্যাটাররা রান না পাওয়ায় দলকে ১৩ রানে ম্যচ হারতে হয়। তবে রিচার আউটই টার্নিং পয়েন্ট। পাকিস্তানের পক্ষে নিদা দার ২৩/২ ও সাবিয়া ইকবাল (২৪/২) উইকেট পায়। মহিলাদের এশিয়া কাপ বাংলাদেশের পর পাকিস্তানের কাছে পরাজিত হলো ভারত। এদিকে, আজ ভারত ম্যাচ হারায় চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভারত ও পাকিস্তান উপরের দিকেই। তবে রান রেইটে ভারতের পেছনে পাকিস্তান। এখন পর্যন্ত সেমিফাইনাল হওয়ার দৌড়ে ভারত পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যাণ্ড ও আমিরশাহি। এদের সবার সামনেই ৬ পয়েন্টে পৌঁছে যাবার রাস্তা খোলা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *