September 16, 2025

ভয়াবহ রূপ দেরাদুনে!!

 ভয়াবহ রূপ দেরাদুনে!!

অনলাইন প্রতিনিধি :- বৃষ্টি এবং ধসের দাপটে উত্তরাখণ্ডের দেরাদুনে মঙ্গলবার ভোরের প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তামসা-সহ একাধিক নদীতে জলোচ্ছ্বাস হওয়ায় শহরের রাস্তাঘাট ডুবে গেছে কাদাজলে, ভেসে গেছে দোকানপাট। প্রশাসন সূত্রে খবর, এলাকায় জলের তোড়ে বেশ কয়েকটি দোকান ভেসে গেছে। দু’জন নিখোঁজ রয়েছেন, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।প্রশাসন স্থানীয় মানুষকে নদী-খাল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ইনসিডেন্ট রেসপন্স সিস্টেমের আওতায় সব বিভাগ সক্রিয় হয়েছে।এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একসঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজে নেমেছে।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “সাহস্ত্রধারায় গত রাতে অতিবৃষ্টির ফলে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে।”এপ্রিল থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। আহত ১২৮, নিখোঁজ ৯৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *