August 29, 2025

ব্ল‍্যাকমেল করে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিলো তিন মহিলা!!

 ব্ল‍্যাকমেল করে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিলো তিন মহিলা!!

অনলাইন প্রতিনিধি :-শিক্ষিকা সহ তার স্বামীকে ব্ল্যাকমেল করে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিলেন তিন মহিলা। আরও দশ লক্ষ টাকা না দিলে দত্তক নেওয়া পুত্রকেও হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনা রাজধানী আগরতলার উজান অভয়নগরে। চাঞ্চল্যকর এই ঘটনার অভিযোগ পেয়েছে এনসিসি থানার পুলিশ। সবিতা দেববর্মা নামে বোধজং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা ব্ল্যাকমেলের অভিযোগ এনে মামলাটি করেছেন। এনসিসি থানার ওসি প্রজিৎ মালাকার ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ (৩), ৩১৮ (৪), ৩৫২ (২), ১১৫ (২), ৩০৪ (২) এবং ৩ (৫) ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। মামলার নম্বর ৫৫/২০২৫। শিক্ষিকা সবিতা দেবীর অভিযোগ, ২০২১ সালের মে মাসে রাণী দেববর্মা নামে এক মহিলা তার ছেলে উদয়কে স্কুলে ভর্তি করানোর জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। অত্যন্ত গরিব হওয়ায় তিনি ছেলের রক্তের গ্রুপ পরীক্ষা ও খাবারের জন্য ৫০০ টাকা দিয়েছিলেন। এভাবে রাণী প্রায়ই শিক্ষিকার সঙ্গে যোগাযোগ শুরু করেন। তার অনুরোধে বাড়িতে ছেলেসহ খেয়ে কাজ করার ব্যবস্থা করে দেন। সবিতার স্বামী জল সম্পদ দপ্তরে কর্মরত। তিনি মানসিকভাবে অসুস্থ। এজন্য নিয়মিত ওষুধ সেবন করতে হয়। অক্ষমতার জন্য তারা ২০১৭ সালে একটি সন্তান দত্তক নিয়েছিলেন।২০২২ সাল থেকেই সবিতার স্বামী মানসিক অসুস্থতা বেড়ে যায়।অসুস্থতার মধ্যে শিক্ষিকার স্বামী কমলপুর কর্মক্ষেত্রে যান। সেখানে রাণীও আর্থিক সাহায্য চেয়ে কয়েকবার গেছেন। সবিতা এই বিষয় জানতে পেরে রাণীকে বাড়ি থেকে বের করে দেন। ২০২৩ সালে রাণী আবারও সবিতার কাছে যান। ‘ তিনি জানান, তার সন্তান আইজিএম হাসপাতালে মারা গেছেন। এই সন্তানের -বাবা নাকি সবিতার স্বামী। এখন তাকে মাসে ৫০ হাজার টাকা করে না দিলে স্বামীর সঙ্গে নগ্ন ছবি সবাইকে দিয়ে দেবেন। কিন্তু সবিতা পরে আইজিএম হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারেন রাণী তার সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছে। এই শিশুটিকে সবিতার স্বামীর বড় বোন দায়িত্ব নিয়েছেন। রাণীর চাপে পড়ে সবিতার স্বামী এক দফায় ১৬ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন। এখন আরও দশ লক্ষ টাকা দাবি করেছে। এই টাকা না দিলে তাদের দত্তক সন্তানকে হত্যা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সবিতা দেবী তার অভিযোগপত্রে আরও দুই মহিলার কথা উল্লেখ করেছেন। যারা রাণীকে নানাভাবে ব্ল‍্যাকমেলিংয়ের কাজে সহায়তা করছে। এদের একজন হলেন জনৈকা রিমা দেববর্মা, অন্যজন রাণীর বড় বোন। এনসিসি থানার পুলিশ চাঞ্চল্যকর এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *