August 2, 2025

ব্রাউন সুগার সহ আটক যুবক!!

 ব্রাউন সুগার সহ আটক যুবক!!

চল্লিশ কৌটা ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে গারদে পুরেছে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কার্যকারক জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা। গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা রাতে অমরপুরের ফটিক সাগর দীঘির দক্ষিন পাড়ে ওৎ পাতে বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস,
পুলিশ অফিসার কৃষ্ণধন দেবনাথ, সন্দিপন দেবের নেতৃত্বে পুলিশ কর্মীরা।

আর ঠিক তখনই মহকুমার বুরবরিয়া গ্রামের বাসিন্দা ৩২ বছর বয়সী জনজাতি যুবক জ্যোতিবর্মা জমাতিয়া নাম্বার বিহিন একটি স্কুটি চালিয়ে ব্রাউম সুগার বিক্রির উদ্দেশ্য যাওয়ার সময় পুলিশে পাতা জালে ধরা পরে। ধৃত যুবকের দেহে এবং স্কুটিতে তল্লাশী চালিয়ে পুলিশ চল্লিশ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত যুবককে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানার গারদে পোরা হয়েছে এবং তার ব্যবহৃত নাম্বার বিহিন স্কুটিটিও পুলিশ আটক করেছে। ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের ২২(এ) এবং ২৯ ধারায় মামলা ঋজু করেছে বীরগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *