August 2, 2025

ব্যক্তিগত দুর্নীতিতে পত্রিকার বিরুদ্ধে মামলা করতে আবেদন

 ব্যক্তিগত দুর্নীতিতে পত্রিকার বিরুদ্ধে মামলা করতে আবেদন

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বিশালগড় কেন্দ্রীয় কারাগারের ইনচার্জ জেলার দেবাশীষ শীলের বিরুদ্ধে দৈনিক সংবাদে দুর্নীতির তথ্যমূলক সংবাদ প্রকাশের পর তাকে আইজি প্রিজনের নোডাল অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী তার বিরুদ্ধে উত্থাপিত একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।কারা দপ্তর সূত্রের খবর, এতে হগব নেতা দেবাশীষ শীলের বড় গোঁসা হয়েছে। ব্যক্তিগত দুর্নীতিকাণ্ডে খবরের প্রতিবাদ না করে তিনি দৈনিক সংবাদের বিরুদ্ধে মামলা করার জন্য আইজি প্রিজন অদিতি মজুমদারের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছেন। গত ১৪ এপ্রিল তিনি এই আবেদন জানিয়েছেন। তার এই কাণ্ডকীর্তি দেখে খোদ কারা দপ্তরেই ব্যাপক গুঞ্জন উঠেছে। প্রশ্ন উঠেছে তার এই আবেদন করা নিয়েও। প্রশ্ন উঠেছে, পত্রিকার (দৈনিক সংবাদ) বিরুদ্ধে মামলা করতে হলে তার দপ্তরের কাছে অনুমতি চাইতে হবে কেন? কারা দপ্তরের বিরুদ্ধে যদি কোনও ভুল তথ্য এবং অসত্য সংবাদ পরিবেশিত হয়, সেক্ষেত্রে দপ্তরই তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে অথবা সরাসরি সংশ্লিষ্ট সংবাদ পত্রের অফিসে প্রতিবাদপত্র অথবা স্পষ্টিকরণ পাঠায়। সংবাদ মাধ্যম দপ্তরের সেই বক্তব্য গুরুত্ব সহকারে পত্রিকায় ছাপিয়ে নৈতিক দায়িত্ব পালন করে। সংবাদ মাধ্যমের ভুল হলে সেটা সংশোধন করে।সেই সাথে সংবাদ মাধ্যমেও তাদের বক্তব্য তুলে ধরে।এটাই নিয়ম। কিন্তু দেবাশীষ শীল নিজেকে কী মনে করে পত্রিকার বিরুদ্ধে সরাসরি মামলা করার জন্য আইজি প্রিজনের কাছে অনুমতি চেয়ে আবেদন জানালেন?তবে কি তিনি নিজের কর্মকাণ্ডের সাথে দপ্তরকে জড়াতে চাইছেন?ব্যক্তিগত বিষয় এবং ইস্যুতে সরকারী দপ্তর কাউকে মামলা করার অনুমতি দিতে পারে নাকি? দপ্তর কি বলে দেয় কোনও কর্মচারীকে দুর্নীতি করার জন্য?অনৈতিক,বে- আইনি কাজকর্ম করার জন্য? ক্ষমতায় অপব্যবহার করার জন্য। কারা দপ্তরের সুনাম যারা নষ্ট করছে, তাদের পাপের দায়, তাদের কলঙ্ক লেপনের দায় কি কারা দপ্তর নেবে?ভূ-ভারতে এমন নজির আছে বলে জানা নেই। নাকি দেবাশীষ শীল নিজের মামলার খরচও কারা দপ্তরের উপর চাপিয়ে দেওয়ার
ধান্ধা করেছেন? তা না হলে এমন আবেদন তিনি জানাবেন কেন? দপ্তর কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার। তবে দেবাশীষের দুর্নীতির আরও তথ্য আমাদের হাতে এসেছে। বিষয়গুলি আমর আইজি প্রিজন এবং কারামন্ত্রী এমনকী মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার জন্য আমর প্রকাশ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *