August 3, 2025

বেহাল সড়কে অতিষ্ঠ জনগন!!

 বেহাল সড়কে অতিষ্ঠ জনগন!!

অনলাইন প্রতিনিধি :-এটি কোনও প্রত্যন্ত পাহাড়ি জনপদের রাস্তা নয়, এটি আগরতলা বিমানবন্দর সংলগ্ন নারায়নপুর বাজার দক্ষিণ বগাদি এলাকার রাস্তা।

ওই এলাকার চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত হয়ে আছে।গত পাঁচ বছরের অধিক সময় ধরে, এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবী জানিয়ে আসলেও, কাজের কাজ কিছুই হয়নি। সরকার পরিবর্তনের পর এলাকাবাসী আশার আলো দেখেছিল যে, এবার হয়ত তাদের দীর্ঘদিনের দাবি পুরণ হবে। কিন্তু দীর্ঘ তালবাহানার পর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে,২০২২ এর ডিসেম্বর মাসে রাস্তাটি সস্কারের কাজে হাত দেওয়া হলেও, কোনো এক অজ্ঞাত কারনে কাজ অর্ধসমাপ্ত অবস্হায় বন্ধ হয়ে রয়েছে।গোদের উপর বিষফোড়া হয়ে উঠেছে কাঁচা মাটি।

রাস্তার পাশে ড্রেন করতে গিয়ে যে মাটি খোড়া হয়েছিল, সেই মাটি রাস্তার উপরেই ফেলে রাখা হয়েছে। ফলে, মহাবিপাকে পড়েছে এলাকাবাসী। সাইকেল-বাইক নিয়ে চলাচল করাই মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। অথচ কারো কোনও হেলদোল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *