August 2, 2025

বেসরকারী বিমান সংস্থাকে বড় অর্থ জরিমানা কমিশনের!!

 বেসরকারী বিমান সংস্থাকে বড় অর্থ জরিমানা কমিশনের!!

অনলাইন প্রতিনিধি :-এস কে বি ইনফ্রাকনস প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারী বিমান সংস্থাকে কুড়ি লক্ষ টাকা আর্থিক জরিমানার নির্দেশ ছিল পশ্চিম জেলার ভোক্তা কমিশন।শুধু তাই নয়,বিমান ভাড়া বাবদ নেওয়া দশ লক্ষ টাকাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভোক্তা কমিশন।উল্লেখ্য,পশ্চিম জেলার বাসিন্দা জনৈকা চম্পাকলি দেববর্মা গত ২৮ জুলাই ২০২১ ইং তাঁর কোভিড আক্রান্ত স্বামী পঙ্কজ দেববর্মাকে আগরতলার একটি বেসরকারী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কোলকাতা নেওয়ার জন্য ডা. সুজিত গোপের মাধ্যমে দশ লক্ষ টাকা দিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বুকিং করেন।ওই এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল এস কে বি ইনফ্রাকনস প্রাইভেট লিলিটেড নামে বেসরকারী সংস্থাটির।কিন্তু খারাপ আবহাওয়ার অজুহাত তুলে সংস্থাটি ৩০ জুলাই ২০২১ ইং এয়ার অ্যাম্বুলেন্স আগরতলায় পাঠায়।কিন্তু মারাত্মক ঘটনা হচ্ছে,নামে এয়ার অ্যাম্বুলেন্স হলেও সেই অ্যাম্বুলেন্সে ছিলো না কোনও চিকিৎসা সরঞ্জাম।ছিলো না ভেন্টিলেটর থেকে শুরু করে কোনও লাইফ সাপোের্ট মেশিনারি।এমনকী বিপ মেশিনারি মেশিনও ছিলো না। এই পরিস্থিতিতে অসুস্থ পঙ্কজ দেববর্মার চিকিৎসায় নিয়োজিত ডা. দৈপায়ন দেবরায় রোগীকে এই অবস্থায় কোলকাতা নিয়ে যেতে অস্বীকার করলেও রোগীর আত্মীয়দের অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হন।এরপর এক প্রকার বাধ্য হয়ে ডা. দৈপায়ন দেবরায় হাতে পাম্প করে রোগীকে কোলকাতায় নিয়ে যান। কিন্তু এতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।শেষপর্যন্ত পঙ্কজ দেববর্মা ৩১ জুলাই ২০২১ ইং কোলকাতার একটি বেসরকারী নার্সিং হোমে মারা যান।পরবর্তী কালে চম্পাকলি দেববর্মা ওই বেসরকারী বিমান সংস্থাটির বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা উপভোক্তা কমিশনে মামলা দায়ের করেন।মামলা নিয়ে কমিশন স্বতঃপ্রণোদিত ডা. দৈপায়ন দেবরায়কে সাক্ষী করে তাঁর বয়ান লিপিবদ্ধ করে।দীর্ঘ শুনানিশেষে কমিশনের সভাপতি গৌতম দেবনাথ এবং অন্য দুই সদস্য এস কে বি বিমান সংস্থাকে ভাড়া বাবদ নেওয়া দশ লক্ষ টাকা সব আরও কুড়ি লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। কমিশন আজ অর্থাৎ ২০
জানুয়ারী ২০২৪ ইং এই আদেশ দিয়েছেন।উল্লেখ্য, আগরতলা রুটে চলাচলকারী বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।কর্তব্যে গাফিলতি,পরিষেবায় ঘাটতি, যাত্রীদের সাথে দুর্ব্যবহার ইত্যাদি হামেশাই ঘটে।একপ্রকার নিজেদের মর্জি মাফিক কাজ করে থাকে বিমান সংস্থাগুলি। জানা গেছে,শনিবার একই দিনে পশ্চিম ত্রিপুরা ভোক্তা কমিশন অন্য একটি মামলায় মহিন্দ্রা কোম্পানির বিরুদ্ধে ও একটি দৃষ্টান্তমূলক আদেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *