বিহার ভোটে একা লড়ার আভাস লালুপুত্র তেজপ্রতাপের!

অনলাইন প্রতিনিধি :-বিহার ভোটে এক্স লড়ার ইঙ্গিত দিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ত্যাজ্যপুত্র তেজপ্রতাপ যাদব। শুক্রবার নিজের পুরোনো বিধানসভা কেন্দ্র, বিহারের বৈশালী জেলার মহুয়ায় নিজের অনুগামীদের নিয়ে মিছিল করেন তেজপ্রতাপ। তাঁর অনুগামীদের হাতে ছিল সবুজ-সাদা রঙের পতাকা। পতাকার উপরে লেখা ‘টিম তেজপ্রতাপ যাদব’। তেজপ্রতাপের মাথায় ছিল সবুজ রঙের টুপি। দল এবং পরিবার থেকে বিতাড়িত হওয়ার পর তিনি নতুন দল খুলছেন কি না, তা অবশ্য খোলসা করেননি লালুর জ্যেষ্ঠপুত্র। মিছিলের পর বললেন“মানুষের ইচ্ছায় আমি বেঁচে রয়েছি। মানুষ যা চান, আমি তা-ই করব। মানুষ যেখান থেকে চাইবেন, সেখান থেকে ভোটে লড়ব। কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, তা পরে দেখাই যাবে।” তেজপ্রতাপ এ-ও জানান যে, তিনি কারও নিয়ন্ত্রণাধীন নন। মানুষের ইচ্ছাতেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।