August 1, 2025

বিহারে ভোট বয়কট তেজস্বীর!!

 বিহারে ভোট বয়কট তেজস্বীর!!

অনলাইন প্রতিনিধি :- বিহারে ভোট বয়কট করার হুঁশিয়ারি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন নির্বাচন কমিশনের ভূমিকায়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। কেন আধার কার্ড, রেশন কার্ড বা এমনকি কমিশনেরই ভোটার পরিচয়পত্র নথি হিসেবে বিবেচিত হবে না সে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালত বিবেচনার জন্য বললেও এই তিন নথি বিবেচনার বিরুদ্ধে মত জানিয়েছে কমিশন। শুনানি রয়েছে ২৮ জুলাই ফের।তেজস্বী বলেছেন, ‘‘বুথ স্তরের আধিকারিকরা নিজেরা ফর্ম ভরছেন। নিজেরা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছেন। তাঁদের তেমনই নির্দেশ দেওয়া রয়েছে। সেই ফর্মই আপলোড করে দিচ্ছেন। কমিশন বিপুল সংখ্যায় ফরম জমা পড়ার কৃতিত্ব দাবি করছে। আসলে এর বড় অংশই কারচুপি হচ্ছে।’’তেজস্বীর সংযোজন, ‘‘যে সাংবাদিকরা মাটিতে গিয়ে এই গরমিল ধরে ফেলছেন, হাজির করছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে নির্বাচন কমিশন। সরকারের আসীন দলের ভোট জেতার সরঞ্জাম হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন।’’এরপরই তেজস্বীর হুঁশিয়ারি, ‘‘আমরা সব দিক খোলা রাখছি। এমনকি বিধানসভা ভোট বয়কটের দিকও খোলা রাখছি। সময় এলে খতিয়ে দেখব পরিস্থিতি কী। আমাদের জোট সঙ্গীদের সঙ্গেও আলোচনা করব।এসআইআর’র নামে যা চলছে তা বড় মাপের জালিয়াতি ছাড়া কিছু নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *