বিহারে বিধবা,বয়স্কদের ভাতা বৃদ্ধি নীতীশের!

অনলাইন প্রতিনিধি :- ভোটমুখী বিহারে বিধবা এবং বয়স্কদের জন্য পেনশন বর্ধিত করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সকালে ভাতা বাড়ানোর কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন তিনি। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন মাসে ৪০০ টাকা করে পেতেন। এ বার তা বেড়ে দাড়ালো ১১০০ টাকা। অর্থাৎ, ভাতা ৭০০ টাকা ভাতা বাড়ানো হল। নীতীশ জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই ভাতা পেয়ে যাবেন বিহারের জনগন।